কালুখালিতে শিক্ষার নতুন দিগন্ত: সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
![]()
নিউজ ডেস্ক
রাজবাড়ীর কালুখালি উপজেলার কালুখালী রেলস্টেশন সংলগ্ন রতনদিয়া ইউনিয়নে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ, রাজবাড়ীর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত একটি মেনুভার অনুশীলন চলাকালীন সম্মানিত সেনাবাহিনী প্রধান স্থানীয় এলাকার সার্বিক শিক্ষার মান উন্নয়ন এবং এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রতিশ্রুতি প্রদান করেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ স্থাপনের এই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিতব্য এ শিক্ষা প্রতিষ্ঠানটি আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। স্থানীয় অভিভাবক ও সুধীজনেরা এ উদ্যোগকে এলাকার শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।
প্রসঙ্গত, নিরাপত্তা ও উন্নয়নের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ স্থানীয় জনগণের আস্থা ও প্রত্যাশাকে আরও সুদৃঢ় করে তুলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।