ত্রিপুরায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশ সীমান্ত পরিদর্শন

ত্রিপুরায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশ সীমান্ত পরিদর্শন

ত্রিপুরায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশ সীমান্ত পরিদর্শন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রতিবেশী বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে উদ্ভূত নিরাপত্তা উদ্বেগের মধ্যে ত্রিপুরার দক্ষিণ জেলার ভারত–বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার সার্বিক অবস্থা পর্যালোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ শুক্রবার দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া মহকুমায় এ উচ্চপর্যায়ের পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেলোনিয়া এলাকা আন্তর্জাতিক সীমান্তের একেবারে কাছাকাছি অবস্থিত। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মোট সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৮৫৬ কিলোমিটার, যার একটি উল্লেখযোগ্য অংশ এখনো কাঁটাতারের বেড়া দিয়ে পুরোপুরি ঘেরা হয়নি। ফলে এই সীমান্তাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

ত্রিপুরায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশ সীমান্ত পরিদর্শন

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি, জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি), ইস্টার্ন কমান্ড, সিনিয়র সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বেলোনিয়ার একটি সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্তে মোতায়েন বাহিনীগুলোর প্রস্তুতি, নজরদারি ও কার্যক্রম সরেজমিনে মূল্যায়ন করেন।

পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সামনের সারিতে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত ব্যবস্থাগুলো খতিয়ে দেখেন। তিনি ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও বিএসএফ সদস্যদের সতর্কতা, পেশাদারিত্ব এবং নিরবচ্ছিন্ন প্রস্তুতির প্রশংসা করেন। কঠিন পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় তাঁদের নিষ্ঠা ও দায়িত্ববোধকে জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশ-সংলগ্ন ত্রিপুরা সীমান্তকে ঘিরে সাম্প্রতিক সময়ে নজরদারি ও নিরাপত্তা তৎপরতা আরও জোরদার করা হয়েছে, যাতে যে কোনো ধরনের অনুপ্রবেশ, চোরাচালান বা অস্থিতিশীলতা কার্যকরভাবে প্রতিরোধ করা যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *