মণিপুরে অবৈধ পপি চাষ উচ্ছেদে বড় অভিযান, দুই দিনে প্রায় ২৬০ একর পপি ক্ষেত ধ্বংস

মণিপুরে অবৈধ পপি চাষ উচ্ছেদে বড় অভিযান, দুই দিনে প্রায় ২৬০ একর পপি ক্ষেত ধ্বংস

মণিপুরে অবৈধ পপি চাষ উচ্ছেদে বড় অভিযান, দুই দিনে প্রায় ২৬০ একর পপি ক্ষেত ধ্বংস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুরের পাহাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী ব্যাপক আকারে অবৈধ পপি চাষ ধ্বংস করেছে। উখরুল জেলায় ১৮ ডিসেম্বর পরিচালিত এক অভিযানে অন্তত ১১৯ একর জমিতে চাষ করা পপি ক্ষেত উচ্ছেদ করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

নিরাপত্তা বাহিনীর এই অভিযানটি মূলত এলএম ব্লক, ইয়াওলেন চেপু এবং লামলাই চিংফেই এলাকায় পরিচালিত হয়। অভিযানের সময় পপি চাষের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা ২৪টি অস্থায়ী কুঁড়েঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এসব কুঁড়েঘর অবৈধ পপি চাষে জড়িত শ্রমিক ও চাষিদের আশ্রয় হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।

এর আগের দিন ১৭ ডিসেম্বর মণিপুর নিরাপত্তা বাহিনী উখরুল জেলা বন বিভাগের সহযোগিতায় একই এলাকায় সমন্বিত অভিযান চালায়। ওই অভিযানে প্রায় ১৪০ একর জমিতে অবৈধ পপি চাষ শনাক্ত করে ধ্বংস করা হয় এবং আরও ১৬টি অস্থায়ী কুঁড়েঘর পুড়িয়ে দেওয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, পরপর দুই দিনের এই অভিযান মণিপুরের পাহাড়ি অঞ্চলে অবৈধ মাদক উৎপাদন রোধ এবং মাদক চক্রের কার্যক্রম ভেঙে দিতে সরকারের চলমান কঠোর অবস্থানেরই প্রতিফলন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মণিপুরের পাহাড়ি জেলাগুলোতে অবৈধ পপি চাষ ও মাদক উৎপাদন দীর্ঘদিন ধরে নিরাপত্তা ও সামাজিক উদ্বেগের কারণ হয়ে রয়েছে, যা দমনে সাম্প্রতিক সময়ে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তৎপরতা জোরদার করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *