সেনাবাহিনীর যৌথ অভিযানে দক্ষিণ কল্যাণপুর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র এবং বিদেশী মদ উদ্ধার

সেনাবাহিনীর যৌথ অভিযানে দক্ষিণ কল্যাণপুর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র এবং বিদেশী মদ উদ্ধার

সেনাবাহিনীর যৌথ অভিযানে দক্ষিণ কল্যাণপুর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র এবং বিদেশী মদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে রাজধানীর দক্ষিণ কল্যাণপুর ও দারুসসালাম এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার ভোররাতে ইষ্টার্ণ হাউজিং–২, দক্ষিণ কল্যাণপুর এলাকায় পরিচালিত অভিযানে মোঃ নাসির উদ্দিন (৬৫) নামে একজনকে আটক করা হয়।

অভিযান চলাকালে তার কাছ থেকে একটি .২২ রাইফেল, দুটি বিদেশী পিস্তল এবং একাধিক বোতল বিদেশী মদসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক ও সংশ্লিষ্ট আলামতসহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি কার্যক্রমের জন্য দারুসসালাম থানার পুলিশ প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি, অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা যে কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের ধারাবাহিকতায় এ সাফল্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed