পানছড়ি সীমান্তে বিজিবির বিশেষ টহল: মালিকবিহীন বিপুল ভারতীয় মালামাল জব্দ
![]()
নিউজ ডেস্ক
সীমান্তে চোরাচালান রোধে কঠোর অবস্থানের অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় পানছড়ি সীমান্তের কাঠালতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, সুবেদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। রাত আনুমানিক ৮টার দিকে সীমান্ত সংলগ্ন এলাকা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় মালামালগুলো জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব পণ্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী সামগ্রী, খাদ্যপণ্য ও পোশাকসামগ্রী। এর মধ্যে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, মসলা, রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় সরঞ্জাম, মহিলাদের শাল-চাদর ও মোজা, রাবার সামগ্রীসহ নানা ধরনের ভোগ্যপণ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত সব মালামাল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, পানছড়িসহ পার্বত্য সীমান্ত এলাকায় বিজিবির ধারাবাহিক টহল ও গোয়েন্দা তৎপরতায় চোরাচালান কার্যক্রম উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আসছে বলে স্থানীয়দের অভিমত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।