সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে হিন্দু সেনার বিক্ষোভ

সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে হিন্দু সেনার বিক্ষোভ

সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে হিন্দু সেনার বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে সনাতন হিন্দু সেনা।

আজ শনিবার সংগঠনটির এই কর্মসূচিকে কেন্দ্র করে লিচুবাগান এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার দুবালিয়া পাড়া এলাকায় দীপু চন্দ্র দাস নামের এক সংখ্যালঘু যুবককে মারধরের মাধ্যমে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, এ ঘটনা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার একটি ধারাবাহিক চিত্রেরই প্রতিফলন।

সনাতন হিন্দু সেনার নেতারা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যেই এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তারা বাংলাদেশ সরকারের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আন্দোলন আরও জোরদার করা হবে। এদিকে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং বিক্ষোভ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সীমান্তের ওপারে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হতে দেখা যাচ্ছে, যা দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপটে আলোচনার জন্ম দিচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed