অবৈধভাবে পাচারকালে খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার করল্লাছড়ি এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচারকৃত বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।
আজ শনিবার বিকেলে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর নায়েব সুবেদার মো. শহিদ আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মোট ৯৬ দশমিক ৬২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে করল্লাছড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশ্যে মজুদ করা সেগুন কাঠ শনাক্ত করা হলে তা জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বন বিভাগ অফিস সূত্র নিশ্চিত করেছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও অবৈধ বনজ সম্পদ পাচার রোধ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে অবৈধ কাঠ পাচার বনসম্পদ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে, আর এ প্রেক্ষাপটে বিজিবির ধারাবাহিক অভিযান স্থানীয় পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।