পানছড়ির দুর্গম লোগাংয়ে ৩ বিজিবির শীতবস্ত্র বিতরণ, স্বস্তিতে অসহায় পরিবার
![]()
নিউজ ডেস্ক
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লোগাং এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবির লোগাং জোন (৩ বিজিবি)।
আজ রবিবার (২১ ডিসেম্বর) বিকালে পুজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গরীব-দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।
এ সময় তিনি বলেন, পাহাড়ের সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মানবিক সহায়তা প্রদান ৩ বিজিবির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও বিজিবির এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। এ অবস্থায় বিজিবির উদ্যোগে শীতবস্ত্র পেয়ে অসহায় পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। তারা সীমান্ত রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানান।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ, চিকিৎসা ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে, যা পাহাড়ি জনপদের মানুষের সঙ্গে রাষ্ট্রীয় সংস্থার আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।