যেভাবে জে-১৬ দিয়ে ভারতের রাফায়েল শিকারের কৌশল ঝালিয়ে নিচ্ছে চীন
![]()
নিউজ ডেস্ক
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি সম্প্রতি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) একটি সামরিক মহড়ার বিরল ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, চীনা বিমান বাহিনী তাদের জে-১৬ মাল্টিরোল ফাইটার জেট এবং ফরাসি যুদ্ধবিমান রাফায়েলের সক্ষমতা যাচাই করতে একটি অত্যাধুনিক সিমুলেশন বা ‘ওয়ার গেম’ পরিচালনা করছে।
সাউথ চায়না মনিং পোস্টের (এসসিএমপি) সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, চীন ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে চীনা বিমান বাহিনী কিভাবে তাদের শক্তিশালী জে-১৬ যুদ্ধবিমান দিয়ে ফ্রান্সের তৈরি রাফায়েলকে টেক্কা দিতে পারে, তা আয়ত্তে আনতেই এই কৃত্রিম যুদ্ধ পরিচালনা করছে।চীনের হেনান প্রদেশের জুচ্যাং এলাকায় এই সিমুলেশনটি অনুষ্ঠিত হয়। এতে সামরিক বাহিনীর ২০টি ইউনিট এবং বিভিন্ন সামরিক একাডেমির সদস্যরা অংশ নেন।
ট্যাকটিক্যাল বোর্ডে দেখা গেছে, এক পক্ষ ‘টাস্ক’ হিসেবে ৮টি জে-১৬ ফাইটার ব্যবহার করছে এবং অপর পক্ষ ‘থ্রেট’ বা প্রতিপক্ষ হিসেবে ৬টি রাফায়েল জেট নিয়ে লড়াই করছে।
রাফায়েল বর্তমানে ভারত, ফ্রান্স ও মিশরের বিমান বাহিনীর অন্যতম প্রধান শক্তি।অন্যদিকে, জে-১৬ বিমানটি চীনের শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি একটি ৪.৫ প্রজন্মের শক্তিশালী যুদ্ধবিমান। এটি উপকূলীয় টহল এবং আকাশ থেকে আকাশে বা আকাশ থেকে ভূমিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
কেন এই মহড়া?
সামরিক বিশ্লেষকদের মতে, ভারত যখন তাদের বিমান বাহিনীতে রাফায়েল অন্তর্ভুক্ত করেছে, তখন চীন তাদের জে-১৬ এর মাধ্যমে কীভাবে এই ফরাসি জেটটিকে মোকাবিলা করা যায়, তারই কৌশল ঝালিয়ে নিচ্ছে। এই ধরনের ওয়ার গেম সামরিক সিদ্ধান্ত গ্রহণ, নতুন ডকট্রিন পরীক্ষা এবং সম্ভাব্য সংঘাতের পূর্বাভাস দিতে সাহায্য করে।
যদিও এই সিমুলেশনের চূড়ান্ত ফলাফল বা জে-১৬ রাফায়েলের চেয়ে কতটা শ্রেষ্ঠ তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি চীনের বিমান বাহিনীর আধুনিকায়ন এবং যেকোনো বিদেশি থ্রেট মোকাবিলায় তাদের প্রস্তুতিরই একটি অংশ।
চীনের জে-১৬ কি ভারতের রাফায়েলকে টেক্কা দিতে পারবে?
ভারত ও চীনের মধ্যকার ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মাঝে আকাশপথে শ্রেষ্ঠত্ব নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি ‘হাকিকত টিভি’ প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনের তৈরি জে-১৬ ফাইটার জেট কয়েক মিনিটের মধ্যেই ভারতের ফরাসি প্রযুক্তির রাফায়েল জেটকে পরাজিত করতে সক্ষম।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জে-১৬ একটি ‘হেভি-ডিউটি’ মাল্টিরোল ফাইটার, যা অনেক বেশি অস্ত্র বহন করতে পারে। এটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম, যা ভারতের রাফায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
ভারতীয় বিমান বাহিনীতে রাফায়েলের অন্তর্ভুক্তিকে গেম-চেঞ্জার হিসেবে দেখা হলেও, চীনা সমর বিশেষজ্ঞদের মতে জে-১৬ এর রাডার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা রাফায়েলের চেয়েও উন্নত পর্যায়ে রয়েছে। জে-১৬ এর অপারেশনাল রেঞ্জ বা উড্ডয়ন ক্ষমতা রাফায়েলের তুলনায় বেশি, যা পাহাড়ি অঞ্চলে বা লাদাখের মতো উচ্চ উচ্চতায় চীনকে সুবিধাজনক অবস্থানে রাখবে।
জে-১৬ বিমানের ‘পিএল-১৫’ ক্ষেপণাস্ত্রের পাল্লা রাফায়েলের ‘মিটিওর’ ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।যদিও এতে জে-১৬ কে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরা হয়েছে, তবে অনেক নিরপেক্ষ সামরিক বিশ্লেষক মনে করেন রাফায়েলের যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ট্র্যাক রেকর্ড এবং এর অত্যাধুনিক ‘স্পেক্ট্রা’ সুরক্ষা ব্যবস্থা একে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমানে পরিণত করেছে। চীনের জে-১৬ মূলত রুশ সুখোই-৩০ এর একটি উন্নত সংস্করণ।
এই বিতর্ক সত্ত্বেও, চীন-ভারত উভয় দেশই সীমান্তে তাদের আকাশপথের শক্তি বৃদ্ধি করে চলেছে, যা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।