চাঁদাবাজি প্রতিরোধ ও বাজার ব্যবস্থাপনায় মহালছড়িতে সেনা জোনের আলোচনা সভা
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে চাঁদাবাজি প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের লক্ষ্যে সেনা জোনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২১ ডিসেম্বর ২০২৫) দুপুরে মহালছড়ি সেনা জোনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ।
সভায় সাব-জোন অধিনায়কসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, উপজেলার সকল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। আলোচনায় মহালছড়ি উপজেলায় চাঁদাবাজির বিদ্যমান ধরন, এর ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি এবং ব্যবসা পরিচালনায় সৃষ্ট নিরাপত্তাহীনতার বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা চাঁদাবাজি বন্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে টেকসই সমাধানের আহ্বান জানান।
সভায় চাঁদাবাজি প্রতিরোধে সম্ভাব্য কৌশল ও যৌথ কর্মপন্থা নির্ধারণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বাজার এলাকায় দোকানদারদের দ্বারা দোকান সংলগ্ন ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অসাধু জেলে ও ব্যবসায়ীদের দ্বারা চেঙ্গী নদীতে অবৈধভাবে জাঁক দিয়ে মাছ ধরার বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপিত হয়। বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে এ ধরনের কর্মকাণ্ড নদীর স্বাভাবিক পরিবেশ ও মাছের প্রজননের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে বলে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এছাড়াও বাজার এলাকায় যানজট নিরসন, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা বলেন, সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে মহালছড়িতে ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের আস্থা বাড়বে।
সভায় সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়, যাতে মহালছড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ব্যবসা ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন স্থানীয় সমস্যার বিষয়েও অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন।
সমাপনী বক্তব্যে মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকল পক্ষকে আরও আন্তরিক, দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই চাঁদাবাজি ও অন্যান্য সামাজিক সমস্যা কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।
প্রসঙ্গত, পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থাপনা সুসংহত করতে সেনা জোনের এ ধরনের সমন্বয়মূলক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।