সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জনকে আটক করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
চাপাইনবাবগঞ্জের চামুশা সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার (২২ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট বিহীন অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে তারা আটক হয়।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু ও তৃতীয় লিঙ্গের ২ জন রয়েছেন।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটকরা বিভিন্ন সময় পাসপোর্ট বিহীন সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিল। পরবর্তীতে তারা পাসপোর্ট বিহীন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি কর্তৃক গ্রেফতার হয়। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।