বড়দিনে পাহাড়ে সম্প্রীতির বার্তা, বান্দরবান সেনা জোনের মানবিক সহায়তা

বড়দিনে পাহাড়ে সম্প্রীতির বার্তা, বান্দরবান সেনা জোনের মানবিক সহায়তা

বড়দিনে পাহাড়ে সম্প্রীতির বার্তা, বান্দরবান সেনা জোনের মানবিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে একটি মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বান্দরবান সেনা জোনের আয়োজনে ফারুক পাড়ার কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাড়ার খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের বাসিন্দাদের মাঝে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সেনা জোনের ক্যাপ্টেন ফাহিম মুহাম্মদ আহবাব পাড়াবাসীর হাতে এসব প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

তিনি বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এবং তাদের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক দায়িত্বের অংশ।

বড়দিনের ঠিক আগ মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে এমন সহায়তা পেয়ে পাড়াবাসীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই ধরনের উদ্যোগ পাহাড়ি এলাকায় পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও নিরাপত্তাবোধ আরও দৃঢ় করে।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে বান্দরবান সেনা জোন নিয়মিতভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed