ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে ভুয়া নথিপত্র ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে একটি অসাধু চক্র—এমন আশঙ্কায় জনসাধারণকে সতর্ক করেছে সেনাবাহিনী।
সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর নিয়োগ সংক্রান্ত জাল কাগজপত্র প্রস্তুত ও বিতরণের ঘটনা নজরে আসায় এ বিষয়ে বিশেষ জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত তথ্য বা নথিপত্রকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, সেনাশিক্ষা কোরে জুনিয়র কমিশন্ড অফিসার নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর ২০২৫ মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে। ফলাফল বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক পেইজে একযোগে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের জন্য টেলিফোন নম্বর ০২-৮৭১১১১১১, বর্ধিত ২৪৮৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে যেকোনো বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলা এবং প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, সেনাবাহিনীর নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও জাল কাগজপত্রের মাধ্যমে প্রতারণার ঘটনা আগেও ঘটেছে, যা প্রতিরোধে নিয়মিতভাবে জনসচেতনতামূলক প্রচার চালিয়ে আসছে কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।