তেহরানে সশস্ত্র হামলা, সাবেক আফগান সরকারের শীর্ষ পুলিশ কর্মকর্তা নিহত
![]()
নিউজ ডেস্ক
ইরানের রাজধানী তেহরানে সশস্ত্র হামলায় নিহত হয়েছেন সাবেক আফগান সরকারের তাকহার প্রদেশের পুলিশ প্রধান আকরামউদ্দিন সারি। তার হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী।
একাধিক সূত্রের বরাতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ইরানর আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানায়, সাবেক এই নিরাপত্তা কর্মকর্তা তেহরানের ভালি আসর স্ট্রিটে নিজের কর্মস্থল থেকে বের হওয়ার পর সশস্ত্র হামলার শিকার হন।
হামলাকারীরা তার মাথায় গুলি করলে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকরামউদ্দিন সারি। তেহরান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি একটি হত্যাকাণ্ড। হামলার পেছনের কারণ খুঁজতে ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার ব্যাপারে অনুসন্ধানের কথা জানালেও এখনো পর্যন্ত হামলাকারীদের পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, আকরামউদ্দিন সারি সাবেক আফগান সরকারের সময় তাকহার প্রদেশের পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং সাম্প্রতিক সময়ে তিনি তেহরানে অবস্থান করছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।