দুর্গম লেলংপাড়ায় মানবিক হাতছানি: শীতে কাঁপা মুরং জনগোষ্ঠীর পাশে ৩০ বিজিবি
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) উদ্যোগে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা লেলংপাড়ায় বসবাসরত মুরং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিজিবি রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ শনিবার (২৭ ডিসেম্বর) বান্দরবান জেলার আলীকদম থানাধীন কুরুকপাতা ইউনিয়নের লেলংপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর সহকারী পরিচালক মোঃ কবির হোসেন মুরং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় ও শীতার্ত পরিবারের হাতে কম্বল তুলে দেন।
শীতবস্ত্র বিতরণ শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি বজায় রেখে সকল সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি রামু ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে শীত মৌসুমে তাপমাত্রা দ্রুত নেমে যায়, ফলে দরিদ্র পরিবারগুলোর জন্য শীতকাল অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে বিজিবির এই মানবিক উদ্যোগ তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রসঙ্গত, সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ পার্বত্য অঞ্চলে সীমান্ত সুরক্ষা, অবৈধ চোরাচালান ও মাদক পাচার রোধে নিরলসভাবে কাজ করার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।