অরুণাচলে যৌথ হেলিকপ্টার মহড়া চালাল ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলস

অরুণাচলে যৌথ হেলিকপ্টার মহড়া চালাল ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলস

অরুণাচলে যৌথ হেলিকপ্টার মহড়া চালাল ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা অরুণাচল প্রদেশের চাংলাং জেলার বিজয়নগর স্যালিয়েন্টে যৌথ হেলিকপ্টারবাহিত সেনা মোতায়েন মহড়া পরিচালনা করেছে ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলস। গত শুক্রবার অনুষ্ঠিত এই মহড়ার তথ্য শনিবার এক প্রতিরক্ষা বিবৃতিতে জানানো হয়।

প্রতিরক্ষা সূত্র জানায়, দুর্গম ও চ্যালেঞ্জিং পাহাড়ি ভূখণ্ডে দ্রুত সেনা মোতায়েন এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনার সক্ষমতা যাচাই করাই ছিল এই মহড়ার মূল লক্ষ্য। মহড়ায় প্রশিক্ষিত ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া সেনাদের হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত একটি কল্পিত যুদ্ধক্ষেত্রে নামানো হয়, যেখানে সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলার অনুশীলন করা হয়।

অরুণাচলে যৌথ হেলিকপ্টার মহড়া চালাল ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলস

প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, প্রায় বাস্তব পরিস্থিতির অনুকরণে পরিচালিত এই মহড়ায় গতি, সমন্বয় ও নির্ভুলতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে দুর্গম পরিবেশে দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনার ক্ষেত্রে বাহিনীগুলোর সক্ষমতা স্পষ্টভাবে ফুটে উঠেছে।

মহড়ায় অংশ নেওয়া সেনারা উচ্চমাত্রার পেশাদারিত্ব, অভিযোজন ক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতির পরিচয় দেন। পাশাপাশি এই অনুশীলনের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার হয়েছে, যা সংবেদনশীল সীমান্ত এলাকায় যৌথ প্রতিক্রিয়া সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে জানানো হয়।

অরুণাচলে যৌথ হেলিকপ্টার মহড়া চালাল ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলস

লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত আরও বলেন, এ ধরনের মহড়া নিয়মিতভাবে পরিচালনার মাধ্যমে মানসম্মত কার্যপদ্ধতি উন্নত করা সম্ভব হয় এবং উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাহিনীগুলোর কার্যপরিসর সম্প্রসারিত হয়।

প্রসঙ্গত, ভারত–চীন সীমান্তসংলগ্ন অরুণাচল প্রদেশে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি ও যৌথ সামরিক মহড়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা সীমান্ত নিরাপত্তা জোরদারের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed