ভারতের মণিপুরে অবৈধ মাদকচক্রে বড় ধাক্কা, ৩৫ একর অবৈধ আফিম খেত ধ্বংস

ভারতের মণিপুরে অবৈধ মাদকচক্রে বড় ধাক্কা, ৩৫ একর অবৈধ আফিম খেত ধ্বংস

ভারতের মণিপুরে অবৈধ মাদকচক্রে বড় ধাক্কা, ৩৫ একর অবৈধ আফিম খেত ধ্বংস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মণিপুরে অবৈধ মাদক চাষবিরোধী অভিযানে বড় সাফল্যের দাবি করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৯ ডিসেম্বর কাংপোকপি জেলার লাংখং (সাইসিজাং) পাহাড়ি এলাকায় যৌথ অভিযানে অন্তত ৩৫ একর আফিম খেত ধ্বংস করা হয়েছে।

নিরাপত্তা সূত্র জানায়, মণিপুর পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), বন বিভাগ এবং নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর সমন্বয়ে গঠিত একটি যৌথ টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরে ওই অঞ্চলে শনাক্ত হওয়া সবচেয়ে বড় আফিম চাষের এলাকাগুলোর একটি ছিল লাংখং পাহাড়ি অঞ্চল।

অভিযানকালে আফিম চাষে জড়িতদের ব্যবহৃত ১২টি অস্থায়ী কুঁড়েঘর ভেঙে ফেলা হয়। পাশাপাশি অবৈধ চাষে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ও উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়। এর মধ্যে ছিল ১৩ বস্তা সার, ১৯ বোতল ‘রাউন্ডআপ’ হার্বিসাইড এবং ১৬ বস্তা লবণ। এগুলো ঘটনাস্থলেই জব্দ করে পুড়িয়ে ফেলা হয় বলে জানানো হয়েছে।

এছাড়া স্প্রে পাম্প, সেচ পাইপসহ আফিম চাষে ব্যবহৃত অন্যান্য কৃষি সরঞ্জাম ও রাসায়নিকও ধ্বংস করা হয়েছে, যাতে ভবিষ্যতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এই অভিযানে উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় মাদক পাচার ও আফিমনির্ভর অবৈধ অর্থনীতিতে বড় ধরনের আঘাত এসেছে।

তবে অভিযানের সময় সংশ্লিষ্ট চাষিরা আগেই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত ও ধরতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে এলাকায় পুনরায় আফিম চাষ শুরু ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, মণিপুরসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় আফিম চাষ ও মাদক পাচার দীর্ঘদিন ধরে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed