দুর্গম পার্বত্য এলাকায় বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিল ৩৭ বিজিবি
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইংরেজি নববর্ষ ২০২৬-এর প্রথম দিনে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার রাজনগর এলাকায় একটি বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আহ বৃহস্পতিবার রাজনগর বিজিবি ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) ব্যবস্থাপনায় এ মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজন করা হয়।
বিজিবি সূত্র জানায়, পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের চিকিৎসাসেবায় সীমাবদ্ধতা বিবেচনায় রেখে এই মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়।
ক্যাম্পে রাজনগর ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার মেজর ইমরান হোসেনের নেতৃত্বে একটি প্রশিক্ষিত মেডিক্যাল টিম অংশ নেয়। টিমটি আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে।
দিনব্যাপী আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে নারী, শিশু ও বয়স্কসহ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অর্ধশতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কারণে যাঁরা নিয়মিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত থাকেন, তাঁদের জন্য এই উদ্যোগ বিশেষ স্বস্তি ও উপকার বয়ে আনে বলে স্থানীয়রা জানান।
চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন সেবাগ্রহীতা জানান, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র দূরে হওয়ায় সামান্য অসুস্থতার ক্ষেত্রেও চিকিৎসা নেওয়া কঠিন হয়ে পড়ে। বিজিবির এই বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প তাদের জন্য সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।
মেডিক্যাল ক্যাম্প পরিদর্শনকারী স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এ উদ্যোগ বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্পর্ক আরও দৃঢ় করবে বলেও মন্তব্য করেন তাঁরা। চিকিৎসাসেবার জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন স্থানীয়রা।
বিজিবি সূত্র আরও জানায়, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনসেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে তাদের দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।