খাগড়াছড়িতে বছরের প্রথম দিনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষার বই বিতরণ

খাগড়াছড়িতে বছরের প্রথম দিনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষার বই বিতরণ

খাগড়াছড়িতে বছরের প্রথম দিনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষার বই বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়িতে বছরের প্রথম দিনে প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণির ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষার নতুন বই বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় দীঘিনালা উপজেলার দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমিত পরিসরে এ বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলমান থাকায় এ বছর বই উৎসবের কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। সে কারণে অনাড়ম্বরভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণির ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষার পাঠ্যপুস্তকের পাশাপাশি পাঠ্যক্রমভুক্ত অন্যান্য বইও বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়িতে বছরের প্রথম দিনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষার বই বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কনিকা খীসা বলেন, প্রাথমিক স্তরে মাতৃভাষাভিত্তিক শিক্ষা শিশুদের শেখার ভিত্তি দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাতৃভাষায় পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরা সহজে বিষয়বস্তু বুঝতে পারে এবং বিদ্যালয়ের প্রতি তাদের আগ্রহ বাড়ে, ফলে ঝরে পড়ার হার কমে আসে।

তিনি বলেন, সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষার মান উন্নয়নে মাতৃভাষার পাঠ্যপুস্তক প্রণয়ন ও বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকম্পা চাকমা ও উংক্রাচিং মারমা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed