কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল উদ্ধার করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল এবং চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। তবে এ ঘটনায় অভিযুক্তকে ধাওয়া করলে সে পালিয়ে যায়।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/৩-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠ নামক স্থানে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অস্ত্র পাচারের সংবাদ পাওয়া যায়। চরচিলমারি বিওপির একটি টহল দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানান, অভিযান চলাকালে সন্দেহভাজন দৌলতপুর উপজেলার মরারচর গ্রামের মনিরুল ইসলামকে ধাওয়া করলে সে তার সঙ্গে থাকা দুটি বিদেশি পিস্তল এবং চারটি ম্যাগাজিন ফেলে দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ব্যক্তি মাদক ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানিয়েছে বিজিবি।
পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের এবং উদ্ধার করা দুটি বিদেশি পিস্তল এবং চারটি ম্যাগাজিন দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।