মোবাইল ফোনে ‘নাগরিকত্ব শনাক্ত’ করার দাবি ঘিরে বিতর্ক, তদন্তের নির্দেশ উত্তর প্রদেশ পুলিশের
![]()
নিউজ ডেস্ক
নাগরিকত্ব যাচাই করতে যন্ত্রও আবিষ্কার করে ফেলেছে ভারতের পুলিশ! দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, কৌশাম্বী থানার কয়েকজন পুলিশ সদস্য একটি বস্তিতে গিয়ে এক ব্যক্তির পিঠে মোবাইল ফোন ঠেকাচ্ছেন। এর পরই মোবাইল ফোন দেখিয়ে বলছেন, ওই ব্যক্তি বাংলাদেশ থেকে এসেছেন।
তবে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। ভিডিওতে দেখা যাচ্ছে, এক পুলিশ কর্মকর্তা বস্তিবাসীদের বলছেন, ‘মিথ্যা কথা বলবেন না। আমাদের কাছে একটি যন্ত্র আছে। সেখানে কিন্তু মিথ্যা ধরা পড়ে যাবে।
এর পরই একজনের পিঠে মোবাইল ফোন ঠেকিয়ে তাঁকে বাংলাদেশি বলে শনাক্ত করে দেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘যন্ত্র বলছে, এই ব্যক্তি বাংলাদেশি।’ পুলিশ সদস্যদের সামনে দাঁড়িয়ে থাকা একজন নারী এবং একজন নাবালিকা মোবাইল ফোনে থাকা পরিচয়পত্র দেখিয়ে পাল্টা দাবি করে, তারা বিহারের আরারিয়ার বাসিন্দা। কিন্তু পুলিশ তা মানতে চায়নি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়তেই পুলিশের এই আচরণ নিয়ে বিতর্ক শুরু হয়। এর পরই ইন্দ্রপুরমের সহকারী পুলিশ কমিশনারের (এসিপি) নেতৃত্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এই প্রসঙ্গে উত্তর প্রদেশ পুলিশের ডিসিপি (ট্রান্স-হিন্দন) নিমিশ পাতিল জানান, রুটিন তল্লাশির সময় ওই ভিডিওটি করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর বিহারি মার্কেট এলাকায় র্যাপিড অ্যাকশন ফোর্সকে সঙ্গে নিয়ে কৌশাম্বী থানার ওই পুলিশ সদস্যরা তল্লাশি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের খোঁজে গাজিয়াবাদে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ এবং সিআরপিএফ।
তারা পরিচয়পত্র পরীক্ষা করছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে। আধার, ভোটার কার্ড, পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্র পরীক্ষা করছে তারা। এই অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।