কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করলো থাইল্যান্ড
![]()
নিউজ ডেস্ক
কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে থাইল্যান্ড। অভিযোগে বলা হয়েছে, বেসামরিক এলাকায় আক্রমণ করা হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে নিজস্ব সৈন্যদের মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) থাই জয়েন্ট প্রেস সেন্টারের এক বিবৃতিতে বলা হয়েছে, থাইল্যান্ডের কাছে প্রমাণ রয়েছে যে, কম্বোডিয়ার সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরে (সীমান্তে) থাই ভূখণ্ড দখল করে রেখেছে। বেসামরিক এলাকায় ঘাঁটি এবং সামরিক অস্ত্রাগারও স্থাপন করা হয়েছে।
যৌথ প্রেস সেন্টার বলেছে, এটি বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা বলে বিবেচিত হয়, যা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে। এই ধরনের আক্রমণ বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি আক্রমণের শামিল- আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ।
ব্যাংকক পোস্ট বলছে, কম্বোডিয়া রকেট এবং কামানের গোলা নিক্ষেপ করেছে। এতে থাইল্যান্ডের বেসামরিক বাড়িঘর, অবকাঠামো এবং সম্প্রদায়ের ক্ষতি হয়েছে। এছাড়াও সশস্ত্র সৈন্য চলাচল, সীমান্তের আন্তঃসীমান্ত গুলিবর্ষণ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মতো পরিকল্পিত উস্কানিমূলক ঘটনা ঘটেছে।
থাই জয়েন্ট প্রেস সেন্টার আরও বলছে, থাইল্যান্ড আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক আইন এবং যাচাইযোগ্য প্রমাণের ভিত্তিতে পরিস্থিতি বিবেচনা করার আহ্বান জানিয়েছে- তথ্য বিকৃতি বা প্রচারণার ভিত্তিতে নয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।