দেশের যেকোনো সংকটে বিএনসিসি ক্যাডেটরাই হবে অগ্রভাগের শক্তি- সেনাবাহিনী প্রধান
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫–২৬-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সাভারের বাইপাইল এলাকায় বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে সেনাবাহিনী প্রধান বিএনসিসির কর্মকর্তা ও ক্যাডেটদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বলেন—
“দেশের যেকোনো সংকটময় মুহূর্তে বিএনসিসি ক্যাডেটরাই হবে অগ্রভাগের শক্তি। দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হয়।”
তিনি আরও বলেন, বিএনসিসি ক্যাডেটরা শুধু সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ নয়, বরং তারা রাষ্ট্রের জন্য একটি সচেতন, দায়িত্বশীল ও নেতৃত্বগুণসম্পন্ন মানবসম্পদ। সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

সেনাবাহিনী প্রধান বলেন—
“বিএনসিসি একটি আদর্শ গড়ার কারখানা। এখান থেকে বের হয়ে আসা তরুণরা দেশ ও সমাজের যেখানেই দায়িত্ব পালন করুক না কেন, তারা শৃঙ্খলা ও সততার দৃষ্টান্ত স্থাপন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের ধারাবাহিক অবদান ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সকল কর্মকর্তা, প্রশিক্ষক ও ক্যাডেটদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (সাভার এরিয়া), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএনসিসির কর্মকর্তা ও ক্যাডেটরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।
সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫–২৬ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। আয়োজকরা জানান, এই ক্যাম্পিং ক্যাডেটদের শারীরিক সক্ষমতা, নেতৃত্বগুণ ও দেশপ্রেমবোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।