কুড়িগ্রাম সীমান্তে বিজিবির হাতে ২৯ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
![]()
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে; যেগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে বলে ভাষ্য বিজিবির।
বিশেষ অভিযান চালিয়ে গত ৭২ ঘণ্টায় এসব পণ্য জব্দ করা হয় বলে সোমবার দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এসব তথ্য জানান।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় মহিষ ও গরু, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, চিনি, ফুচকা, কসমেটিক্স সামগ্রীসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারিদের তৎপরতা রোধে সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপদ রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।