চীনের সাথে যৌথ সমুদ্র গবেষণায় নিজস্ব জরিপ জাহাজ: পাকিস্তানের সাফল্যের মাইলফলক
![]()
নিউজ ডেস্ক
পাকিস্তান নৌবাহিনী সম্প্রতি উত্তর আরব সাগরে অনুষ্ঠিত একটি পাকিস্তান-চীন যৌথ সমুদ্র জরিপে নিজস্ব ক্রুজের অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মঙ্গলবার শুরু হওয়া এ অভিযানে পাকিস্তানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশ্যানোগ্রাফি (NIO) এবং চীনের সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশ্যানোগ্রাফি (SIO) অংশ নিচ্ছে।
ক্রুজের মূল উদ্দেশ্য হলো পাকিস্তানের উপকূলীয় ও সাগরীয় পরিবেশের গভীর ও বৈজ্ঞানিকভাবে বিশদ গবেষণা করা। এতে সমুদ্রতট ও সমুদ্রতল সম্পর্কিত তথ্য সংগ্রহ, পরিবেশগত মানচিত্র তৈরি, এবং সামুদ্রিক জীববৈচিত্র্য যাচাই অন্তর্ভুক্ত।
এই অভিযানে পাকিস্তান নেভির ন্যাশনাল হাইড্রোগ্রাফিক অফিস (NHO) লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। গবেষণা কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে আধুনিক হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক জরিপ জাহাজ পিএনএস বাহর মাসাহ (PNS Behr Masah)।
পাকিস্তান নেভির ন্যাশনাল হাইড্রোগ্রাফিক অফিস (NHO) এই অভিযানটি লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। এ কাজে ব্যবহৃত হচ্ছে আধুনিক হাইড্রোগ্রাফিক ও ওশ্যানোগ্রাফিক সার্ভে শিপ পিএনএস বাহর মাসাহ, যা সমুদ্রতলের মানচিত্রায়ন এবং সমুদ্রের ডেটা সংগ্রহের জন্য প্রস্তুত।
এই উদ্যোগ পাকিস্তান ও চীনের মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে দুই দেশের গবেষকরা একসাথে কাজ করবেন এবং সমুদ্রবিজ্ঞান সম্পর্কিত তথ্য বিনিময় করবে। এর মাধ্যমে পাকিস্তানের নৌ-অঞ্চল এবং ব্লু ইকোনমি সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি পাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।