দহগ্রাম–আঙ্গরপোতায় বিজিবির মানবিক উদ্যোগ: বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র পেয়ে উপকৃত ৫ শতাধিক মানুষ

দহগ্রাম–আঙ্গরপোতায় বিজিবির মানবিক উদ্যোগ: বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র পেয়ে উপকৃত ৫ শতাধিক মানুষ

দহগ্রাম–আঙ্গরপোতায় বিজিবির মানবিক উদ্যোগ: বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র পেয়ে উপকৃত ৫ শতাধিক মানুষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ও ভারতবেষ্টিত দহগ্রাম–আঙ্গরপোতা সীমান্ত এলাকায় বসবাসরত ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের দহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দহগ্রাম–আঙ্গরপোতা এলাকার ছিন্নমূল, হতদরিদ্র, বয়স্ক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রায় ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দহগ্রাম–আঙ্গরপোতায় বিজিবির মানবিক উদ্যোগ: বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র পেয়ে উপকৃত ৫ শতাধিক মানুষ

একই সঙ্গে শীত নিবারণের জন্য অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দহগ্রাম ইউনিয়নের সাধারণ মানুষের পর্যাপ্ত স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে বিজিবির পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ রোগ, শীতজনিত অসুস্থতা, শিশু ও বয়স্কদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।

দহগ্রাম–আঙ্গরপোতায় বিজিবির মানবিক উদ্যোগ: বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র পেয়ে উপকৃত ৫ শতাধিক মানুষ

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীনসহ সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার ও কর্মকর্তাবৃন্দ।

এ সময় বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম ও অবহেলিত সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও বিজিবি অঙ্গীকারবদ্ধ। শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির মানবিক দায়িত্বের অংশ।

বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং বিজিবির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি শুধু নিরাপত্তাই নয়, মানবিক সহায়তার মাধ্যমে মানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *