চীনা গোয়েন্দাদের ফাঁদে সাবেক মার্কিন সেনা, দোষী সাব্যস্ত হওয়ায় ১৬ বছরের কারাদণ্ড
![]()
নিউজ ডেস্ক
চীনা গোয়েন্দাদের কাছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ও অপারেটিং সিস্টেম–সংক্রান্ত গোপন তথ্য বিক্রির দায়ে দোষী সাব্যস্ত সাবেক এক মার্কিন নৌসেনাকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে এক ফেডারেল বিচারক জিনচাও ওয়েই নামের ওই সাবেক নাবিককে ২০০ মাসের কারাদণ্ড দেন।
২৫ বছর বয়সী জিনচাও ওয়েইকে গত আগস্টে একটি ফেডারেল জুরি ছয়টি অভিযোগে দোষী সাব্যস্ত করে, যার মধ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগও রয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বিবৃতি অনুযায়ী, চীনের পক্ষে কাজ করা এক গোয়েন্দা কর্মকর্তার কাছে তথ্য সরবরাহের বিনিময়ে ওয়েই ১২ হাজার ডলারেরও বেশি অর্থ গ্রহণ করেছিলেন।
জিনচাও ওয়েই ইউএসএস এসেক্স নামের একটি অ্যামফিবিয়াস অ্যাসল্ট শিপে প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ছিলেন ক্যালিফোর্নিয়াভিত্তিক দুই নৌসেনার একজন, যাদের বিরুদ্ধে ২০২৩ সালের ৩ আগস্ট চীনের কাছে সংবেদনশীল সামরিক তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়। অপর নাবিক ওয়েনহেং ঝাও ২০২৪ সালে দোষ স্বীকার করার পর ষড়যন্ত্র ও দায়িত্ব পালনের সময় ঘুষ গ্রহণের অভিযোগে দুই বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হন।
মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই চীনা সরকারের সম্ভাব্য গুপ্তচরবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিংয়ের পক্ষে কাজ করা গোয়েন্দাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা করা হয়েছে, যাদের বিরুদ্ধে অবৈধ হ্যাকিংসহ বিভিন্ন উপায়ে সরকারি ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ তথ্য চুরির অভিযোগ রয়েছে।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ওয়েইকে নিয়োগ দেয় ওই গোয়েন্দা। তিনি নিজেকে রাষ্ট্রায়ত্ত চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশনের সঙ্গে যুক্ত একজন নৌযানপ্রেমী হিসেবে পরিচয় দিয়েছিলেন। আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, ওয়েই এক বন্ধুকে বলেছিলেন যে ওই ব্যক্তি (চীনা গোয়েন্দা) “অত্যন্ত সন্দেহজনক” এবং বিষয়টি “স্পষ্টতই গুপ্তচরবৃত্তি” বলে মনে হচ্ছিল। বন্ধুর পরামর্শে যোগাযোগ বন্ধ করার পরিবর্তে ওয়েই অন্য একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে কথোপকথন চালিয়ে যান, যেটিকে তিনি আরও নিরাপদ মনে করেছিলেন।
প্রায় ১৮ মাস ধরে ওয়েই ইউএসএস এসেক্সের ছবি ও ভিডিও পাঠান, বিভিন্ন নৌজাহাজের অবস্থান সম্পর্কে তথ্য দেন এবং জাহাজটির প্রতিরক্ষামূলক অস্ত্রব্যবস্থা সম্পর্কেও জানান। তিনি গোয়েন্দা কর্মকর্তার কাছে অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিমান ও ডেক এলিভেটরসহ মোট ৬০টি প্রযুক্তিগত ও অপারেটিং ম্যানুয়াল বিক্রি করেন। এসব নথিতে রপ্তানি নিয়ন্ত্রণ–সংক্রান্ত সতর্কবার্তা ছিল এবং এসেক্সসহ অনুরূপ জাহাজের একাধিক ব্যবস্থার বিস্তারিত কার্যপ্রণালি বর্ণনা করা ছিল।
ওয়েই নৌবাহিনীর পেটি অফিসার সেকেন্ড ক্লাস পদে কর্মরত ছিলেন, যা একজন তালিকাভুক্ত নাবিকের একটি পদমর্যাদা। মার্কিন নৌবাহিনীর ওয়েবসাইট অনুযায়ী, ইউএসএস এসেক্স আকাশ ও জলপথে অভিযানের সময় ২ হাজারের বেশি মেরিন সেনা পরিবহন ও সহায়তা দিতে সক্ষম।
সাজা ঘোষণার আগে বিচারকের কাছে পাঠানো এক চিঠিতে জিনচাও ওয়েই ক্ষমা চান এবং বলেন, যাকে তিনি বন্ধু মনে করেছিলেন তার সঙ্গে কোনো তথ্যই ভাগ করা উচিত হয়নি। তিনি লেখেন, নিজের “অন্তর্মুখী স্বভাব ও একাকীত্ব” তার বিচারবোধকে অন্ধকার করে দিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।