টেকনাফ সীমান্তে গোলাগুলির ঘটনায় সম্পৃক্ততা অস্বীকার করল আরসা
![]()
নিউজ ডেস্ক
টেকনাফ সীমান্ত এলাকায় সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি স্পষ্টভাবে দাবি করেছে, সীমান্তে ঘটে যাওয়া গুলিবর্ষণ বা এতে হতাহতের ঘটনায় আরসার কোনো সংশ্লিষ্টতা নেই।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরসা জানায়, গত দুই দিনে সীমান্ত এলাকায় সংঘটিত গোলাগুলির ঘটনায় তাদের কোনো ইউনিট, ব্যাটালিয়ন, ব্রিগেড বা কমান্ড জড়িত ছিল না। ওই এলাকায় আরসার সঙ্গে কোনো ধরনের সংঘর্ষও হয়নি বলে দাবি করা হয়। একই সঙ্গে তারা জানায়, আরসা কোনো ধরনের আক্রমণ বা অভিযান পরিচালনা করেনি এবং তাদের বিরুদ্ধেও কোনো অভিযান চালানো হয়নি।
আরসা আরও দাবি করে, তাদের কার্যক্রম কেবলমাত্র আরাকান রাজ্যের অভ্যন্তরে সীমাবদ্ধ। জিরো লাইন কিংবা বাংলাদেশের ভূখণ্ডে তাদের কোনো উপস্থিতি নেই বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংগঠনটি অভিযোগ করে জানায়, সাম্প্রতিক সময়ে যেকোনো সীমান্ত ঘটনা বা সহিংসতার সঙ্গে যাচাই-বাছাই ছাড়াই আরসার নাম জড়িয়ে দেওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাচাই ছাড়াই এমন তথ্য প্রচার করলে সংগঠনটির সুনাম ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়। এজন্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানায় আরসা।
আরসা দাবি করেছে, তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।
এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে টেকনাফ সীমান্তে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় কারা জড়িত ছিল—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষের নাম নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।