আন্তর্জাতিক আদালতে হওয়া রোহিঙ্গা গণহত্যার মামলা ‘ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন’- দাবি মিয়ানমারের

আন্তর্জাতিক আদালতে হওয়া রোহিঙ্গা গণহত্যার মামলা ‘ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন’- দাবি মিয়ানমারের

আন্তর্জাতিক আদালতে হওয়া রোহিঙ্গা গণহত্যার মামলা ‘ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন’- দাবি মিয়ানমারের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে দায়ের করা মামলাটি ‘ত্রুটিপূর্ণ এবং ভিত্তিহীন’ বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মামলাটি দায়ের করে গাম্বিয়া।

বুধবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে, মিয়ানমারের সামরিক সরকার গণহত্যার মামলার তীব্র সমালোচনা করেছে, যা গাম্বিয়া নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) নিয়ে আসে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘গাম্বিয়ার করা অভিযোগগুলো বাস্তবতা ও আইনের দৃষ্টিকোণ থেকে ত্রুটিপূর্ণ এবং ভিত্তিহীন।’

‘অবিশ্বস্ত প্রমাণের উপর ভিত্তি করে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন সত্যকে প্রতিহত করতে পারে না।’ এতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২১ সালে ক্ষমতা দখলকারী মিয়ানমারের সামরিক শাসকরা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিদর্শন হিসেবে ‘সৎ বিশ্বাসে’ আইসিজে মামলায় সহযোগিতা করছেন।

গাম্বিয়া ২০১৯ সালে আইসিজে, যা বিশ্ব আদালত নামেও পরিচিত, মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। দেশটির সেনাবাহিনীর অভিযানের দুই বছর পর প্রায় ৭,৫০,০০০ রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। বেশিরভাগই প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেন।

প্রতিবেদনে বলা হয়, সামরিক অভিযান থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা গণহত্যা, ধর্ষণ এবং অগ্নিসংযোগের ঘটনাগুলো তুলে ধরেন। বর্তমানে প্রায় ১ দশমিক ১৭ মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের জরাজীর্ণ শরণার্থী শিবিরে ভিড় করে বসবাস করছে।

এদিকে সোমবার (১২ জানুয়ারি) বিচারের প্রথম দিনে, গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো আদালতে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ‘ধ্বংসের লক্ষ্যবস্তুতে’ পরিণত করা হয়েছে।

সামরিক শাসিত মিয়ানমারের আইনজীবীরা শুক্রবার তাদের আদালতের জবাব শুরু করবেন।

এক দশকেরও বেশি সময় ধরে আইসিজে এই প্রথম গণহত্যার মামলাটি সম্পূর্ণরূপে গ্রহণ করেছে এবং এর ফলাফলের প্রভাব মিয়ানমারের বাইরেও পড়বে। সম্ভবত গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা আবেদনের উপর প্রভাব ফেলবে বলে ধারণা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *