মণিপুরের নিরাপত্তা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ একজন গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩২ বছর বয়সী একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে চুরাচাঁদপুর থানার আওতাধীন লামজাং গ্রাম থেকে অভিযুক্তকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম পি.কে. শেকটাক। তিনি চুরাচাঁদপুর জেলার পিয়ারসনমুন এলাকার বাসিন্দা।
অভিযান চলাকালে তার হেফাজত থেকে হেরোইনভর্তি ২২০টি সাবান কেস উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত বলে সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি (নিবন্ধন নম্বর এমজেড ০১জি-১১৪২) জব্দ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত বৃহত্তর মাদক পাচার চক্রের সংযোগ শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।