বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী ফিরোজ পোদ্দার গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বগুড়ায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পোদ্দার গ্যাংয়ের প্রধান ফিরোজ পোদ্দার ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) রাত ১১টার দিকে সেনাবাহিনীর ৪০ বীর-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ-এর নেতৃত্বে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের সমন্বয়ে গঠিত একটি অভিযানিক দল বগুড়া সদর উপজেলার শাকপাল্লা এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ পোদ্দারকে গ্রেপ্তার করে। একই অভিযানের অংশ হিসেবে ওমরদীঘি এলাকা থেকে তার সহযোগী মো. আলী রায়হান রানাকেও আটক করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত একটি আস্তানায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনীর দল একটি ব্রিটিশ বুলডগ রিভলভার ও কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।
সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদক সংশ্লিষ্টসহ প্রায় আটটি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন।

অভিযান প্রসঙ্গে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে। সন্ত্রাস, অপরাধ ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।