ভেড়ামারায় গভীর রাতে সেনাবাহিনীর যৌথ অভিযান, বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার

ভেড়ামারায় গভীর রাতে সেনাবাহিনীর যৌথ অভিযান, বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার

ভেড়ামারায় গভীর রাতে সেনাবাহিনীর যৌথ অভিযান, বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে ভেড়ামারা উপজেলার ধর্মপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি যৌথ দল রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল (Colt M1911, Made in USA), একটি দেশীয় ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযানকালে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং সম্ভাব্য অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে যেকোনো তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা জনমনে নিরাপত্তা ও আস্থার বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed