করোনা প্রতিরোধে খাগড়াছড়িতে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত, চলছে ত্রাণ বিতরণ কর্মসূচী
![]()
নিউজ ডেস্ক
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব নিশ্চিত ও এর সংক্রমণ এড়াতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়িতে অব্যাহত রয়েছে সেনাবাহিনীর টহল, সাথে রয়েছে ম্যাজিষ্ট্রেট ও পুলিশের অভিযান। এর পাশাপাশি আজও জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় সরকারী ও বেসরকারী উদ্যোগে কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী।
জেলা সদরঃ
সকাল থেকেই (৩০ মার্চ) জেলা সদরের প্রবেশ মুখে প্রতি দিনের মতো নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী যুবকরা। জেলা সদরে প্রবেশ করা ব্যক্তি বা গাড়ি স্প্রে, লিফলেট বিতরণ ও মাস্ক বিতরণ করছে তারা। পাশাপাশি জেলা সদরের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আজ মাঠে নেমেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান শাকিল।
জেলা শহরের বিভিন্ন সরকারী ও বেসরকারী উদ্যোগে বিতরণ করা হয়েছে ত্রান সামগ্রী। আজও ব্যক্তিগত পক্ষ হতে দৃঃস্থ ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম।
এর পাশাপাশি মঙ্গলবার দুপুরে পৌর শহরের শাপলা চত্বর ও আশপাশের এলাকায় খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগীতা অব্যাহত থাকবে জানিয়ে, নিজেদের নিরাপত্তার স্বার্থে কিছুদিন ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন বাজারে আসা লোকজনদের। পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয়ে সেদিকে লক্ষ্য রাখতে আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহবান জানান। গরীব, দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। (১)
এদিকে জেলা পরিষদের পক্ষ হতে জেলার বিভিন্ন উপজেলায় ১০ হাজার দুঃস্থ ও কর্মজীবি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষ্যে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
পানছড়িঃ
করোনা প্রতিরোধে খাগড়াছড়ির পানছড়িতে আজও অব্যাহত রয়েছে সেনাবাহিনীর জনসচেতনামূলক কার্যক্রম। করোনা প্রতিরোধে উপজেলার গুরুত্বপূর্ন স্থানগুলোতে বন্ধ রয়েছে জনসমাগম। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার সহ অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে পানছড়ি উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
পানছড়ি প্রসাশনের আয়োজনে দুপুরে সংরক্ষিত নারী আসনের এমপি বাসন্তি চাকমার উপস্থিতিতে উপজেলার কলাবাগান ও তালুকদার পাড়া এলাকায় গরিব দুঃস্থ মানুষের মাঝে ত্রান বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুুল মমিন।
দীঘিনালাঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে দীঘিনালা উপজেলা প্রশাসন ও থানার সমন্বয়ে সেনা ও পুলিশের যৌথ টহল অব্যাহত রয়েছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী কর্তৃক মাইকিং, লিফলেট বিতরনসহ সচেতনতা বৃদ্ধির জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে উপজেলার দুর্গম রথিচন্দ্র পাড়ায় হামে আক্রান্তদের মাঝে ত্রান বিতরণ করেছে সেনাবাহিনী। পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা ১১ সদস্যের মেডিকেল টিম গঠন করেছে দীঘিনালা জোন।
রামগড়ঃ
জেলার প্রবেশমুখ রামগড়ে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ও স্থানীয় জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে অব্যাহত রয়েছে সেনা ও পুলিশের যৌথ টহল। পাশাপাশি বাজারে এলাকায় ভ্রাম্যমান আদালতের বিভিন্ন অভিযানও অব্যাহত আছে। সকালে জনসচেতনতায় একসাথে টহল দেয় পুলিশ ও সেনাবাহিনী। পাশাপাশি রামগড় পৌরসভার মেয়র কাজী মোহাম্মদ শাহজাহানের ব্যক্তিগত অর্থায়নে উপজেলার কর্মহীন পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে পৌর কাউন্সিলররাও ত্রাণ সাম্রগী বিতরণ করেছেন। এদিকে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় ও গরীবদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদোজা, গুইমারা সাব জোন কমান্ডার মেজর মোঃ জুনায়েদ বিন কবির, সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম মজুমদার প্রত্যেক বাড়ীতে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরন করেন। পাশাপাশি নুরজাহান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ হতে আজও উপজেলার ৪৩টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মহালছড়িঃ
মহালছড়িতে করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা লোকজনকে সরকারী সহায়তার অংশ হিসেবে ত্রান সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্তের নেতৃত্বে এসব ত্রান বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা ছাত্রলীগের পক্ষ হতে আজও উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে ত্রান বিতরণ করা হয়।
মানিকছড়িঃ
উপজেলা প্রশাসনের পাশাপাশি মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন’র নেতৃত্বে ও ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক’র নেতৃত্বে তৃণমূল পর্যায়ে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম প্রতিদিনের ন্যায় চলমান রয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল কাওসার জাহান, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ,ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, অফিসার ইনচার্জ আমির হোসেন প্রমূখ।
মাটিরাঙ্গাঃ
করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা। সকালে করোনা ভাইরাস প্রতিরোধে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নওরোজ নিকোশিয়ার এর নেতৃত্বে মাটিরাঙ্গা উপজেলা আওতাধীন গোমতী এলাকায় জনসচেতনামূলক মাইকিং ও জীবানু নাশক স্প্রে করা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে করোনা ভাইরাস এর সংকমণ ঠেকাতে করণীয় নিয়ে আলোচনা করা হয়। পরে খেদাছড়া এলাকার হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর পক্ষ হতে ত্রাণ বিতরণ করেন জোন অধিনায়ক। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ হতেও বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গুইমারাঃ
গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস মোকাবেলায় দেশব্যাপি লকডাউন এর কারনে অসহায় ও গরীবদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুয়ার আহমেদ। উপজেলার মুসলিম পাড়া, জনার্ধন পাড়া, ইন্দ্র্রমনি পাড়ায় মোট ১৫০ টি পরিবারের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।
লক্ষ্মীছড়িঃ
জেলার লক্ষ্মীছড়িতে উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ ইকবালের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন স্থানে গরীব জনগনের মাঝে ত্রাণ বিতরন করা হয়। বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা।