বৌদ্ধ বিহার উদ্বোধন ঘিরে কুরুকপাতায় ফুটবলের মহাযজ্ঞ, সম্প্রীতির বার্তা ছড়াল আলীকদম জোন

বৌদ্ধ বিহার উদ্বোধন ঘিরে কুরুকপাতায় ফুটবলের মহাযজ্ঞ, সম্প্রীতির বার্তা ছড়াল আলীকদম জোন

বৌদ্ধ বিহার উদ্বোধন ঘিরে কুরুকপাতায় ফুটবলের মহাযজ্ঞ, সম্প্রীতির বার্তা ছড়াল আলীকদম জোন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট–২০২৫ উৎসবমুখর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ ক্রীড়া উৎসব স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে কুরুকপাতা বাজার এলাকায় টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শুরুতে স্থানীয় আয়োজক কমিটির ব্যবস্থাপনায় প্রতিযোগিতা পরিচালিত হলেও, অংশগ্রহণকারী দল ও দর্শকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তীতে আলীকদম সেনা জোনের অধীনস্থ মেনদপাড়া আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টটি পরিচালিত হয়। এতে কুরুকপাতা ও পার্শ্ববর্তী এলাকার মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

দীর্ঘ প্রতিযোগিতার পর রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে কুরুকপাতা যুব একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে কালিয়ারছড়া একাদশ রানারআপ হিসেবে নির্বাচিত হয়। টুর্নামেন্টে সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। পাশাপাশি সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করায় আয়োজক কমিটির সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়।

বৌদ্ধ বিহার উদ্বোধন ঘিরে কুরুকপাতায় ফুটবলের মহাযজ্ঞ, সম্প্রীতির বার্তা ছড়াল আলীকদম জোন

ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেনদপাড়া আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ মুবতাসিম ফুয়াদ অর্ণব। এসময় আয়োজক কমিটির সদস্যদের পাশাপাশি আনুমানিক ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ দর্শক খেলা উপভোগ করেন, যা পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি করে।

আলীকদম সেনা জোনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দল কুরুকপাতা যুব একাদশকে ৫ হাজার টাকা নগদ অর্থ ও একটি ফুটবল এবং রানারআপ দল কালিয়ারছড়া একাদশকে ৩ হাজার টাকা নগদ অর্থ ও একটি ফুটবল পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

আয়োজক ও স্থানীয়রা জানান, টুর্নামেন্ট চলাকালীন সময় থেকে শুরু করে সমাপ্তি পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খেলাকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালি সকল শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।

প্রসঙ্গত, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা জোরদারে আলীকদম সেনা জোনের ধারাবাহিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed