করোনাঃ রাঙামাটি জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ১৩ সাংবাদিকের অর্থ সহায়তা - Southeast Asia Journal

করোনাঃ রাঙামাটি জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ১৩ সাংবাদিকের অর্থ সহায়তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা মোকাবেলায় হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে রাঙামাটি জেলা প্রশাসকের গঠিত ত্রাণ সহায়তা তহবিলে অর্থ সহায়তা প্রদান করেছে রাঙামাটিতে কর্মরত ১৩ জন সাংবাদিক।

২৭শে এপ্রিল সোমবার নয়জন সাংবাদিক উপস্থিত হয়ে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের হাতে এই নগদ এই সহায়তার অর্থ তুলে দেন।

এসময় রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ, রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন ছাড়াও দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর সম্পাদক ফজলে এলাহী, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হেফাজত সবুজ, আরটিভির জেলা প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি শংকর হোড়, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী, বাংলা ট্রিবিউন ও চ্যানেল-২৪ প্রতিনিধি জিয়াউল হক, দৈনিক পার্বত্য চট্টগ্রামের প্রধান আলোকচিত্রী তৌসিফ মান্নান, ফিচার এডিটর তানিয়া এ্যানি, দৈনিক খোলাকাগজ ও বাংলাটিভির প্রতিনিধি মিশু দে, জাগো নিউজ ও সিভয়েস প্রতিনিধি সাইফুল বিন হাসান, দৈনিক বণিকবার্তার প্রতিনিধি প্রান্ত রনি, দৈনিক কালের কন্ঠের লংগদু প্রতিনিধি আরমান খান এবং দৈনিক পার্বত্য চট্টগ্রামের বাঘাইছড়ি প্রতিনিধি আনোয়ার হোসেন।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এসময় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের এই সহযোগিতা আমাকে আপ্লুত করেছে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের দেখে সমাজের আরো অন্যান্য মানুষও এগিয়ে আসবে, মানুষের পাশে দাঁড়াবে। এভাবে আমরা সবাই যদি সবার পাশে দাঁড়াই তবে এই বিপদ কাটানো কোন কঠিন কাজ হবে না।’