করোনা পরিস্থিতিতে খাগড়াছড়িতে ত্রাণ কার্যক্রম সমন্বয় ও পর্যবেক্ষন বিষয়ক সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
মহামারি করোনা পরিস্থিতিতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ত্রাণ কার্যক্রম সমন্বয় ও পর্যবেক্ষন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮শে এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ কার্যক্রম পর্যালোচনা সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী প্রনিত তালিকা যাচাই-বাছাই করে সঠিকভাবে তালিকা প্রনয়নের মাধ্যমে প্রকৃত হত-দরিদ্রদের মাঝে ত্রাণ পৌছে দেওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, এ ক্ষেত্রে কোন অনিয়ম বরদাস্ত করা যাবেনা।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে অনেকে কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে। খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সমন্বয়ের মাধ্যমে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিতরণ সুষ্ঠুভাবে করতে হবে। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পাহাড়ী বাঙ্গালী অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর রাখার অনুরোধ জানানো হয়। সরকারের পাশাপাশি বিত্তবানদের হতদরিদ্রদের পাশে এসে দাঁড়ানোর আহবান জানান তিনি।
সভায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বিভাগ, আওয়ামীলীগসহ স্থানীয় ব্যক্তিপর্যায়ে যে সকল লোক ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছেন তাদের প্রতি ধন্যবাদ জানানো হয়।
সভায় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, ডিজিএফআই খাগড়াছড়ি ডেট কমান্ডার কর্ণেল মোহাম্মদ মালেক হোসেন, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে: কর্ণেল মো: জাহিদুল ইসলাম, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল নওরোজ নিকোশিয়ার, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, এনএসআই এর যুগ্ন পরিচালক নাসির উদ্দিন, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়াসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।