খাগড়াছড়ির রামগড়ে আঞ্চলিক উপজাতি সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী পরিবারকে উচ্ছেদের অভিযোগ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার দুর্গম একটি এলাকায় পাহাড়ের আঞ্চলিক একটি উপজাতি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের কর্মীরা স্থানীয় কয়েকটি বাঙ্গালী পরিবারকে তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।
সূত্র মতে, উপজেলার তৈচাকমা পাড়া এলাকায় রোমান হায়দার নামের এক ব্যবসায়ীর ৪০একর ফলজ, বনজ ও ঔষধি সমন্বিত বাগানে কর্মরত বাগানের পাহারাদার মোঃ আব্দুর রহিমসহ মোট ৭টি পরিবারকে গত ২৭শে এপ্রিল সোমবার সকালে পাহাড়ের আঞ্চলিক একটি সশস্ত্র সংগঠনের বেশকয়েকজন অস্ত্রধারী কর্মী মোটরসাইকেল যোগে এসে বিভিন্ন রকম হুমকি প্রদান করে। এছাড়া বর্তমানে সারাবিশ্বে চলমান করোনা ভাইরাসের অজুহাতে তাদেরকে অনতিবিলম্বে উক্ত বাগান ও বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাবার জন্য হুমকি প্রদান করে। এসময় বাগানের দেখাশুনা করা পরিবারগুলো বিষয়টি বাগানের মালিককে মুঠোফোনে জানায়।
এদিকে আজ ২৯শে এপ্রিল বুধবার বিকেলে ফের উক্ত সশস্ত্র সংগঠনের অস্ত্রধারী সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসে বাগানে বসবাসরত লোকজনকে এলাকা ছেড়ে চলে যেতে চাপ প্রয়োগ করে। এসময় তারা, এলাকা ছেড়ে না গেলে গুলি করারও হুমকি দেয়, এছাড়া তাদের বাড়িঘর ভাংচুরও চালায়। এরই ফলশ্রুতিতে বাগানে থাকা ৭টি পরিবারের লোকজন নিজেদের প্রাণের ভয়ে উক্ত বাগান ও তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যায়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বাগানের পাহারাদার মোঃ আব্দুর রহিম জানান, বেশ কয়েকজন উপজাতি সন্ত্রাসী গত ২৭ তারিখ তাদেরকে দ্রুত এলাকা ছেড়ে চলে যাবার জন্য নির্দেশনা দেয়, এরপর আজ বিকেলে এসে সন্ত্রাসীরা লাঠিসোটা দিয়ে তাদের বাড়িঘর ভাংচুর চালায় এবং বাড়ি ছেড়ে না গেলে বাড়িঘরে আগুন ধরিয়ে দেবারও হুমকি দেয়। এছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয় সন্ত্রাসীরা। এরপর তারা তাদের বাগানের মালিককে ঘটনাটি জানিয়েছেন বলেও জানান।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামশুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ আসলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।