বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ইফতার ও বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত - Southeast Asia Journal

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ইফতার ও বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী বান্দরবান পৌরসভায় বিশুদ্ধ পানি ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে পৌরসভার মেঘলা ভান্ডারী পাড়া থেকে বাস স্টেশন ও হাতিভাঙা পাড়া এলাকায় মোট ৩শত জনকে ইফতার সামগ্রী ও ৩হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেছে সংগঠনটির বান্দরবান জেলা কমিটির নেতারা।

বিশুদ্ধ পানি ও ইফতার সামগ্রী বিতরণকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলা শাখার সভাপতি কাজী মোঃ মুজিবর রহমানের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌর সাধারণ সম্পাদক মোঃ এরশাদ চৌধুরী, ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান, মোঃ আবদুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সংগঠনটির পক্ষ হতে মাসব্যাপী বিশুদ্ধ পানি ও ইফতা বিতরণ অব্যাহত থাকবে।