বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আরো ৩জনের শরীরে করোনা শনাক্ত
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু এলাকার প্রথম তাবলীগ ফেরত ৫৯ বছর বয়সী এক বৃদ্ধ করোনা শনাক্ত হয়ে আইসোলেশনে ১০দিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফেরার পর এবার নাইক্ষ্যংছড়ি উপজেলায় আরো ৩ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বান্দরবানের সিভিল সার্জন অংসুই প্রু বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এলাকার কম্বোনিয়া গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত ২৮ বছর বয়সী নারীর সংস্পর্শ আসা ব্যক্তিদের গত বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সংগ্রহকৃত রক্তের নমুনা একইদিন কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর) ফিল্ড ল্যাবরটারীতে পাঠানো হয়। আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার তাদের মধ্যে থেকে তিনজনের রিপোর্ট পজেটিভ আসে। আর এনিয়ে উপজেলাটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫ জনে দাড়ালো। জেলার লামায় ১জন, থানচিতে ২জন করোনায় আক্রান্ত হয়েছে। অন্যদিকে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ৮জন।