সারাদেশ আক্রান্ত হলেও করোনা মুক্ত পার্বত্য জেলা রাঙামাটি - Southeast Asia Journal

সারাদেশ আক্রান্ত হলেও করোনা মুক্ত পার্বত্য জেলা রাঙামাটি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সারাদেশে কমবেশী করোনা ভাইরাসে শনাক্ত রোগী পাওয়া গেলেও প্রশাসনের কঠোর নজরদারীতে এখনো করোনামুক্ত পার্বত্য জেলা রাঙামাটি। অন্য দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবানে করোনা রোগী পাওয়া গেলেও এখনো করোনা রোগী পাওয়া যায়নি রাঙামাটিতে। এ সফলতায় জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, জনপ্রতিনিধিদের কঠোর নজরদারী ও মানুষের মাঝে সচেতনতাকে প্রশংসা করছেন স্থানীয়রা। এটি অব্যাহত রাখতে প্রশাসনকে আরো সতর্কথাকার পরামর্শ দিয়েছেন জেলার বিশিষ্টজনেরা।

তারা বলছেন, যতই দিন গড়াচ্ছে ততই রাঙামাটি মানুষের মাঝে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। রাস্তাঘাটে বাজারগুলোতে ভিড় বাড়তে শুরু করায় করোনার ঝুকি বাড়ছে। এজন্য প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে বলেন, বিভিন্ন পন্থা অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যারা রাঙামাটিতে প্রবেশ করছে জনপ্রতিনিধিদের মাধ্যমে তা নিশ্চিত হয়ে তাদের কোয়ারেন্টন নিশ্চিত করা দরকার। এ ক্ষেত্রে সমন্বয়নটা আরো জোরদার করতে হবে।

রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির বলেন, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি জেলাকে করোনামুক্ত রাখার। অতীতের ন্যায় আমরা জনগণের সহযোগীতা পেলে জেলাকে করোনামুক্ত রাখতে পারব। রাস্তায় পুলিশ নিরলসভাবে কাজ করছে। বিনা কারণে কেউ যেন বের না হয় সেজন্য পুলিশ কাজ করছে। পুলিশ যা করছে এটি মানুষকে হয়রানী করতে নয়। রাঙামাটির মানুষকে করোনামুক্ত রাখতে এ কাজগুলো করছে।

রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, শুরু থেকে করোনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে। সমন্বয়ের কারণে এ পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য জেলাকে করোনামুক্ত রাখা। মানুষের সহযোগীতা পেলে আমরা জেলাকে করোনামুক্ত রাখতে পারব।

রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ বলেন, রাঙামাটি এখনো করোনামুক্ত জেলা। আজ পর্যন্ত এটি সফল হওয়ার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করার কারণে। আমরা প্রত্যকটি বিষয় গুরুত্ব দিয়ে অনুসরণ করেছি। জেলাকে করোনা মুক্ত রাখতে জনগণকে প্রশাসনকে সহযোগীতা করতে হবে।