খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা মহামারিতে কর্মহীন ও অসহায়দের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তর কর্তৃক প্রেরিত ফুড প্যাকেজ বিতরণের অংশ হিসেবে পার্বত্য জেলা খাগড়াছড়িতে ত্রাণ সহায়তার ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

৫ মে সোমবার সকালে খাগাড়ছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরি কমিটির সদস্য, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী উপস্থিত থেকে এসব ফুড প্যাকেজ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান সাংবাদিক এডভোকেট জসীম উদ্দিন মজুমদার, ইউনিট সেক্রেটারী ও খাগাড়ছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, ইউনিট কার্যনির্বাহী সদস্য মো. জসীম উদ্দিন, ক্যজরী মারমা, ধীমান খীসা, মো. শহীদুল ইসলাম, রোকেয়া বেগম, ইউনিট লেভেল অফিসার আব্দুল গনি মজুমদার প্রমূখ।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর সারাদেশে ৭৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ফুড প্যাকেজ বিতরণ করেছে। সেই লক্ষ্যেই খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে ৫০০ প্যাকেট ফুড প্যাকেজ বিতরণ সম্পন্ন করা হয়েছে।

You may have missed