রাঙামাটিতে রান্নাঘরের আগুনে ২২ বসতঘর পুড়ে ছাই
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি জেলা শহরে এক বাড়ির রান্না ঘরের আগুন ছড়িয়ে পড়ে অন্তত ২২টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যাবার খবর পাওয়া গেছে। ৯মে শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে জেলা শহরের রিজার্ভ মুখ এলাকার চেয়ারম্যান কলোনীতে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে রাঙামাটির ফায়ার স্টেশনের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, রান্না ঘরের আগুনে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে তারা ধারনা করছেন।
সূত্র মতে, সকালে রিজার্ভ মুখ রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলামের ভাড়াটিয়া বাসা চেয়ারম্যান কলোনীর একটি রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, সেনাবাহিনীর সদস্য ও পুলিশের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।