খাগড়াছড়িতে আরো একজনের শরীরে করোনা পজিটিভ, মোট আক্রান্ত ৪ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে আরো একজনের শরীরে করোনা পজিটিভ, মোট আক্রান্ত ৪

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে নতুন করে গত ২৪ ঘন্টায় আরো একজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানা গেছে।

খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয় ১৪ মে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত ব্যক্তি জেলার পানছড়ি উপজেলার লতিবানের বাসিন্দা বলে জানা গেছে। তার বয়স ১৮ বছর।

জানা গেছে, গত ৯ মে নমুনা সংগ্রহের পর আজ ১৪ মে তার রিপোর্ট এসেছে পজিটিভ।

এর আগে গত ১৩ মে বুধবার জেলার মহালছড়ির ২জন ও জেলা সদরে এক পুলিশ উপ-পরিদর্শকের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪জন।