বাঘাইছড়িতে জেএসএস (সন্তু) কালেক্টর কর্তৃক উপজাতি নারীকে মারধর
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র স্থানীয় অবৈধ চাঁদা কালেক্টর তরুন চাকমা কর্তৃক মদ পান করে নন্দিতা চাকমা (২৮) নামের এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। নন্দিতা চাকমা উপজেলার দূরছড়িস্থ পূর্ব খেদারমারা এলাকার চেতন চাকমার স্ত্রী বলে জানা গেছে।

সূত্র মতে, গত ২১শে মে সন্ধ্যা ৬টার দিকে জেএসএস কালেক্টর তরুন চাকমা অতিরিক্ত মদ পান করে পূর্ব খেদারমারার নন্দিতা চাকমার বাড়ি গিয়ে কোন কথাবার্তা ছাড়াই বিনাকারণে তাকে ব্যাপক মারধর করে।
ধারনা করা হচ্ছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নন্দিতা চাকমা জেএসএস (সন্তু) সমর্থিত মহিলা সংরক্ষিত ইউপি সদস্যা প্রার্থীর বিপক্ষে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারনেই তাকে মারধর করেছে জেএসএস সন্ত্রাসী তরুন চাকমা। তবে জেএসএস কালেক্টর তরুন চাকমা ঘটনাটি স্থানীয়ভাবে মিমাংসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সূত্রে জানা যায়।
এবিষয়ে জানতে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মন্জুর এর মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।