সাজেকে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় শীতের তীব্রতা লাঘব এবং মানবিক সহায়তার অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
আজ রবিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হতদরিদ্র, দুস্থ পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেন বাঘাইহাট জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. তারেকুল ইমরান।

এ সময় উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক সহ পদস্থ সামরিক কর্মকর্তারা।
সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচির আওতায় ৬ নম্বর আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা, বাঘাইহাট বাজার ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মো. রায়হান হোসেন, বাজার সভাপতি নাজিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি হওয়ায় সাধারণ মানুষকে এই সময়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। সবার জন্য একসঙ্গে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব না হওয়ায় বাঘাইহাট জোনের আওতাধীন বিভিন্ন দুর্গম এলাকায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সাজেক এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতকালে সাধারণ মানুষ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়ক ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই স্থানীয় জনগণের পাশে থেকে আস্থা ও সম্প্রীতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।