খাগড়াছড়িতে নতুন করে আরও ২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২০
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও দুই জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
গত শনিবার (২৩ মে) রাতে খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে করোনায় আক্রান্ত দুই জনের একজন জেলা সদরের অনন্ত মাস্টার পাড়ার বাসিন্দা। তিনি প্রায় হাসপাতালে আসা যাওয়া করত । সন্দেহজনক হওয়ায় ১৯ মে ওই নারীর নমুনা সংগ্রহ করা হয় । শনিবার রাতের রিপোর্টে তার করোনা শনাক্ত হয়।
“আক্রান্ত অন্য আরেকজন পানছড়ি উপজেলার বাসিন্দা । তবে কীভাবে তিনি সংক্রমিত হয়েছে তা অনুসন্ধান করছে স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্ত ওই নারীর সংস্পর্শে যারা এসেছে তাদেরও করোনা পরীক্ষা করা হবে।”
তিনি আরও বলেন, ‘খাগড়াছড়িতে আক্রান্ত ২০ জনের মধ্যে সুস্থ হয়েছে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি এরশাদ চাকমা । ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’