ভারতের মধ্য প্রদেশে জোরপূর্বক ধর্মান্তর বিরোধী বিল পাস - Southeast Asia Journal

ভারতের মধ্য প্রদেশে জোরপূর্বক ধর্মান্তর বিরোধী বিল পাস

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উত্তর প্রদেশের পর এবার জোরপূর্বক ধর্মান্তর বিরোধী বিল পাস করলো ভারতের দ্বিতীয় রাজ্য- মধ্য প্রদেশ। ২৭ ডিসেম্বর রবিবার রাজ্যের মন্ত্রিসভার জরুরি বৈঠকে সর্বসম্মতিতে গৃহীত হয় ‘ধর্ম স্বতন্ত্র বিধায়ক- ২০২০’ বিলটি। আইনে পরিণত করতে বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে সেটি উত্থাপন করা হবে। জোরপূর্বক ধর্মান্তরিত করা নারী ও তার সন্তানকে নেয়া হবে প্রশাসনিক হেফাজতে।

এছাড়া অভিযুক্ত ব্যক্তি এবং বিবাহের সাথে জড়িত পণ্ডিত বা মাওলানাকেও ভোগ করতে হবে শাস্তি। পরোয়ানা ছাড়াই গ্রেফতারের এখতিয়ার পাবে পুলিশ; সাথে ন্যূনতম ৫ বছরের সশ্রম কারাদণ্ড।

তবে নিজেকে নির্দোষ দাবি করার জন্য অপরাধী পাবেন দু’মাস সময়। এরমধ্যে স্বেচ্ছায় নারী ধর্মান্তরিত হয়েছেন- সেটি প্রমাণ না করা গেলে ভোগ করতে হবে ১০ বছরের জেল। গুণতে হবে ৫০ হাজার থেকে লাখ রূপি জরিমানা।