সিরিয়ার ৪০ সেনা হত্যার দায় স্বীকার করলো আইএস - Southeast Asia Journal

সিরিয়ার ৪০ সেনা হত্যার দায় স্বীকার করলো আইএস

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিরিয়ার পূর্বাঞ্চলে বাসে হামলা চালিয়ে প্রায় ৪০ সরকারি সেনা হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। বাসে এ হামলা চালানোর একদিন পর বৃহস্পতিবার এ কথা স্বীকার করলো জঙ্গিগোষ্ঠী আইএস। গত ৩০ ডিসেম্বর বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর প্রদেশে সরকারি সেনাদের লক্ষ্য করে এ হামলা চালায় আইএস। এতে ৩৭ সেনা নিহত হন। তারা ছুটিতে বাড়ি যাচ্ছিল।

মানবাধিকার বিষয়ক সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, নিহতদের মধ্যে আটজন কর্মকর্তা রয়েছেন। ওই হামলায় আরও ১২ সেনা আহত হন।

আইএসের প্রচারণা মাধ্যম আমাকের এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা সরকারি সেনা পরিবহন করা একটি বাসে হামলা চালিয়েছে।