খুলনা বিভাগে করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৯১৭ - Southeast Asia Journal

খুলনা বিভাগে করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ৯১৭

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খুলনা বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২৩ জুন এ বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যায় সর্বোচ্চ ৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সাতজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে তিনজন, সাতক্ষীরায় দুইজন, চুয়াডাঙ্গায় দুইজন ও মেহেরপুরে ১ জন করোনায় মারা গেছেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় খুলনার তিন হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৯১৭ জন। এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৯৫ জন।

জানা যায়, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে খুলনা মহানগর ও জেলায় তৃতীয় দিনের মতো চলছে লকডাউন। সকাল থেকে নগরীতে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
চিকিৎসকরা বলছেন, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

বর্তমানে ১৩০ শয্যার খুলনা মেডিকেল কলেজ ডেডিকেটেড হাসপাতালে করোনা রোগী ভর্তি রয়েছেন ১৪৮ জন। এছাড়া খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।