সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরে দুর্যোগে মানুষের পাশে থাকতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী - Southeast Asia Journal

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরে দুর্যোগে মানুষের পাশে থাকতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশের সীমান্তে সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরে নানান দুর্যোগে জনগণের পাশের থাকার জন্য বিজিবির সদস্যদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।

আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে বিজিবি। এছাড়া সীমান্তে অতন্দ্র পাহারা দিয়ে দেশের মানুষের মন জয় করেছে এই বাহিনী। এই বাহিনীকে আরো দায়িত্বশীল হয়ে সীমান্তে কাজ করতে হবে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সশস্ত্র সালাম প্রদানের মধ্য দিয়ে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে ৯৬তম রিক্রুট ব্যাচের সেরা চৌকস রিক্রুট হিসেবে ১ম স্থান অধিকারী মোঃ আব্দুল কাদের জিলানী এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে ক্রেস্ট তুলে দেন।

৯৬তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ চলতি বছরের ৩১ জানুয়ারি শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ প্রশিক্ষণে মোট ২৪৮ জন রিক্রুট প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ এর প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন ৯৬তম রিক্রুট ব্যাচের অফিসার ইনচার্জ মেজর মীর্জা মাজহারুল ইসলাম এবং প্যারেড এ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মোঃ মাহফুজুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ, ৫৯বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আমির হোসেন মোল্লা, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ.এইচ.এম আব্দুর রাকিব প্রমূখ।